যদিও এ প্রশ্নের উত্তর সঠিকভাবে জানা নেই, কিন্তু কলেজ অব সেইন্ট বেনিল্ডে-র (College of Saint Benilde) মিতালী গোস্বামীর মতে পুরুষ এবং নারী পোশাকের মধ্যকার এই বিশেষ পার্থক্যের ব্যাপারটি জন্ম হয় রানী ভিকটরিয়ার (Queen Victoria)যুগে। ভিকটরিয়ান যুগে বোতাম ছিল খুবই ব্যায়বহুল এবং শুধুমাত্র ধনী ব্যাক্তিরাই ব্যাভহার করতেন। সেই যুগে মহিলাদের পোশাক পরিধানে সহায়তা করত তাদের বাড়ীর পরিচারীকারা। সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু ডান-হাতি, তাই স্বাভাবিক ভাবেই যিনি পোশাক পরিয়ে দেবেন বোতাম থাকতে হবে তার ডান দিকে। কিন্তু মহিলাদের পোশাকে বোতাম রাখা হত বাঁ দিকে কেননা যিনি পোশাক পরিয়ে দিতেন তার জন্যে সেটা হ’য়ে যেত ডান দিক। আন্যদিকে, পুরূষরা তাদের নিজেদের পোশাক নিজেরাই পরিধান করত আর তাই বোতামও রাখা হ’ত ডান দিকে। যারা পোশাক পরিধানের জন্যে পরিচারীকা রাখতে অসমর্থ ছিলেন তারাও ধনীদের অনুকরণে পোশাকে বোতাম রাখতেন বাঁ দিকে আর এই ভাবেই মহিলাদের পোশাকে বাঁ দিকে বোতাম রাখার প্রচলন শুরু হয়। কালক্রমে, বোতাম একটি সহজলভ্য উপাদানে পরিণত হয়েছে আর নারীরাও তাদের পোশাক পরিধানের জন্যে এখন আর পরিচারীকার সাহায্য নেন না, কিন্তু রিতীটা র’য়ে গেছে আজও।
সংগ্রহঃ রিডারর্স ডাইজেষ্ট (Reader’s Digest)
Advancement in Stem Cell Alternative
17 years ago
No comments:
Post a Comment