skip to main |
skip to sidebar
Sharabela Kotokotha (সারাবেলা কতকথা)-তে আপনাকে স্বাগতম। “সারাবেলা কতকথা” আমার, আপনার সারাবেলার আনন্দ-বেদনা আর ভাবনা-চিন্তার সহৃদয় প্রকাশক। বিজ্ঞান, অর্থণীতি, রাজণীতি, সমাজ আর সাহিত্যে নিয়ে আমাদের সারাবেলার কথা আর ভাবনার প্রকাশণা এই “সারাবেলা কতকথা”। যেকোন ধরণের অনুভুতি আর মজাদার, রোমাঞ্চকর, ভীতিকর, লজ্জাস্কর অভিজ্ঞতার কথা প্রকাশ করবে “সারাবেলা কতকথা”। অক্ষর দিয়ে গাঁথা মালায় আমাদের অনুভুতি আর ভাবনার কথা ভেসে উঠুক “সারাবেলা কতকথা”-র সাদাপাতায়...................এই প্রত্যাশায় আমি বালুকনা।
No comments:
Post a Comment